চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ঘটনার বিবরণে প্রকাশ, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃতে রাত্রী আনুমানিক ২২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট টু সোনামসজিদগামী পাঁকা রাস্তায় কলাবাড়ী নামক স্থানে রাস্তা হতে অনুমান ১৫০ গজ পূর্বে জনৈক নান্নু প্রফেসর এর আমবাগানের ভিতর অভিযান পরিচালনা করে উপরোক্ত অস্ত্র ব্যবসায়ী মোঃ সোলায়মান আলী (৫২) কে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগসহ হাতেনাতে ধৃত করতে সক্ষম হয়। অতঃপর স্থানীয় বহু লোকজনের সম্মুখে অস্ত্র ব্যবসায়ী মোঃ সোলায়মান আলী এর হাতে থাকা উক্ত ব্যাগ তল্লাশী করে (১) ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল-০২ টি (মেইড ইন ইউএসএ), (২) পিস্তলের ম্যাগাজিন-০৩ টি, (৩) পিস্তলের গুলি-১০ রাউন্ড এবং তার নিকট হতে (৪) মোবাইল ফোন-০১ টি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।