যমুনা সারকারখানায় পুনরায় গ্যাস সংযোগ দেয়ায়
সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় পুনরায় গ্যাস সংযোগ দিয়ে উৎপাদন সচল করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সচেতন নাগরিক সমাজ। রোববার সকালে তারাকান্দি ট্রাক মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। সচেতন নাগরিক সমাজের আহব্বায়ক মোঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ধর্মপ্রতি মন্ত্রী আলহাজ মাওলানা মোঃ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক ও তারাকান্দি ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, জাতীয় পার্টি নেতা আব্দুস ছাত্তার প্রমুখ।
কারখানা সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারীতে স্বাক্ষরিত গ্যাস বন্ধের নির্দেশনা চিঠি কারখানায় প্রেরনের পড় ৩১ জানুয়ারী মধ্যরাতে গ্যাস সংযোগ না থাকায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবার সন্ধা ৭.৩০ মিনিটের সময় পুনরায় কারখানায় গ্যাস সংযোগ প্রদান করলে শনিবার দিবাগত রাত ১.৩০মি. সময় এ্যামোনিয়া উৎপাদনে যায় এবং রোববার রাত ১০ টার মধ্যে ইউরিয়া উৎপাদনে যাবে বলে কারখানা কতৃপক্ষ জানিয়েছেন।