রংপুর অফিস॥
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ ও রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র যৌথ আয়োজনে ‘‘ব্যক্তি আয়কর নির্ধারণ শীর্ষক’’ সেমিনার অনুষ্ঠিত।
গতকাল মঙ্গলবার দুপুরে চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মতিউর রহমান বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেরোবির এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো: আমির শরীফ, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, রংপুর চেম্বারের পরিচালক মোঃ রিয়াজ শহিদ শোভন ও বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে বেরোবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মতিউর রহমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করার পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখতে ব্যবসায়ী, শিল্পপতি ও সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের আয়কর প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া আয়কর বিষয়ক বিভিন্ন বিষয়ে সভা, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে আয়কর প্রদানকারীর সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে মতামত প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, জনসচেতনতাই পারে দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে। তাই এতদাঞ্চলের নতুন-পুরাতন করদাতাদের স্ব-উদ্যোগে আয়কর প্রদানের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
আমেরিকান ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে করদাতারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তিনি দেশের উন্নয়ন কর্মকান্ড আরো বেশি বেগবান করতে কর প্রদানে সক্ষম ও সামর্থ্যবান ব্যক্তিদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও কর প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।