বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট শহরতলীর মাঝি ডাঙ্গা বিলে সোমবার গভীর রাতে একটি মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। প্রায় ১৫ বিঘার যৌথ এই মৎস্যঘেরটির বাসাঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন ঘের মালিকদের পক্ষে জমি মালিক শহরের হাড়িখালী এলাকার মোঃ গোলাম মোস্তফা। ওই সাধারন ডায়েরীতে বলা হয়, ঘের মৌসুম শুরু হওয়ার আগে ঘেরের বাসাটি সংস্কার করা হয়। সোমবার রাত ৯ টার দিকে ঘেরের ক্যাশিয়ার ঘের থেকে বাড়ীতে আসে। এরপর রাতের যে কোন সময় কে বা কাহারা কাঠ-বাঁশ ও টিনের তৈরী বাসাঘরটি পুড়িয়ে দেয়। তাই লাভজনক এ মৎস্যঘেরের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বাগেরহাট মডেল থানায় আপাততঃ সাধারন ডায়েরী করে রাখা হয়েছে। যদি দুবৃত্তদের সনাক্ত করা যায় পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ঘের মালিক’রা জানান। বাগেরহাট মডেল থানার ডিউটি অফিসার সহকারী দারোগা সোহাগী মৎস্যঘেরের বাসা পুড়িয়ে দেয়ার ঘটনায় মোঃ গোলাম মোস্তফা একটি ডায়েরী করেছেন বলে জানান।#