ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো:- ময়মনসিংহের গৌরীপুরে ভেজাল আইসক্রিম, ললিপপসহ শিশুদের বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির অপরাধে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই কারখানায় আইসক্রিম, ললিপপসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরি করে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় কারখানায় বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম, ললিপপসহ শিশুদের বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়। কারখানাটির ছিল না কোনো অনুমোদন। এসময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে সব খাদ্যপণ্য নষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুনন্দা সরকার প্রমা আরও বলেন, উপজেলাজুড়ে গড়ে ওঠা প্রত্যেকটি অবৈধ কারখানার তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। কারখানাগুলোতেও অভিযান চালানো হবে। এসব কারখানায় ভেজাল কোনো খাদ্যপণ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।