সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাষা শহীদদের স্মরণে নির্মিত পৌর এলাকার নবগ্রাম শহীদ মিনারটি অযতœ আর অবহেলায় থেকেছে। এদিকে প্রত্যন্ত পল্লীর খাদুলী গ্রামে শহীদ মিনার না থাকলেও বাঁশ ও কাগজে বানানো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে। উল্লাপাড়া উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী উত্তরপাড়ায় কোন শহীদ মিনার নেই। গ্রামের বিভিন্ন বয়সের ও পেশার লোকজন ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে মোঃ টেক্কার বাড়ীর সামনে বাঁশ ও কাগজের শহীদ মিনার তৈরি করে সেখানেই ফুলের শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে।
উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম মহল্লায় নগরবাড়ি মহাসড়কের দাড়েই স্বাধীনতা পরবর্তীতে বিশাল আয়তনের পাকা একটি শহীদ মিনার নির্মান করা হয়। সে সময় এলাকার বিভিন্ন পেশার সমাজ সচেতন ব্যক্তিবর্গ শহীদ মিনারটি নির্মান করেন। এর পিছনে নিজেরাই অর্থ দিয়েছিলেন বলে জানানো হয়। এটি নির্মানের পর থেকেই মহান শহীদ দিবস সহ বিভিন্ন দিবসে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়ে আসছিল। এলাকার বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ এ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতেন। সেখানে গত ক’বছর ধরে একুশে ফেব্রুয়ারিতে তা আর হচ্ছে না বলে জানা যায়। এবারেও শহীদ মিনারটি ঘিরে আগাছা ও অযতেœ থেকেছে।
এটি নির্মানে জড়িতদের একজন মোঃ সামিউল ইসলাম জজ জানান, তিনি বয়সের ভারে ও অসুস্থ্যতার কারণে শ্রদ্ধাঞ্জলী দিতে যেতে পারেননি। আর যারা এটি নির্মানে জড়িত ছিলেন, এদের অনেকেই বেঁচে নেই।
এ শহীদ মিনারটি যাদের বাড়িতে অবস্থিত সে পরিবারের একজন মোঃ আনোয়ার বিন জুলকার নাইন জানান, কেউ না আসলেও তারা পারিবারিক ভাবে ফুল দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন। অযতেœর বিষয়ে তিনি জানান, এটি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অর্থ দরকার রয়েছে। এলাকার বিভিন্ন পেশার লোকজন এতে এগিয়ে আসা দরকার রয়েছে।