রংপুর অফিস॥
রংপুর সদর উপজেলার দু’টি ইউনিয়নে দু’টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গত বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মোক্তারপাড়া থেকে হলকারঘর প্রায় ২কিলোমিটার এবং সদ্যপুস্করিনী ইউনিয়নের চিতলী বিল হতে মাধবপুর জিপিএস ভায়া দূর্গাপুর জিপিএস প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি.এম কাদের ও জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, এলজিইজি রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আখতার হোসেন, সদর উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব মাসুদার রহমান মিলন, মমিনপুর ইউপি চেয়ারম্যান সুলতানা আখতার কল্পনা ও বদরগঞ্জ উপজেলা জাপা নেতা মোকাম্মেল চৌধুরী, সংশ্লিষ্ঠ ঠিকাদার সামসুল আলম ও ফারুক হোসেন।