• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

অভিনব রিসোর্টে নেইমারের রিহ্যাব

আপডেটঃ : সোমবার, ৫ মার্চ, ২০১৮

অস্ত্রোপচারের পরে প্রথম প্রকাশ্যে দেখা গেল নেইমার জুনিয়রকে। শনিবার বেলো অরিজন্তের মাতের দেই হাসপাতালে নেইমারের অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। হাসপাতাল থেকে হেলিকপ্টারে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় ব্রাজিল তারকাকে। সেখান থেকে ব্যক্তিগত বিমানে তিনি রওনা হন মনগারাচিবা রিসোর্টে। রিও ডে জেনিরো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই রিসোর্ট।
ব্রাজিলের মিডিয়া জানাচ্ছে, ইতোমধ্যেই তার রিহ্যাবের ব্যাপারে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার বিশেষ রিহ্যাবের জন্যই এই বিলাসবহুল রিসোর্টকে বেছে নেওয়া হয়েছে। রিসোর্টে একটি জিম ছাড়াও এমন একটি যন্ত্র আছে যা দিনে ৩০০ কেজি বরফ তৈরি করতে পারে। আধুনিক সব বড় ফুটবল ক্লাবেই এখন এ রকম যন্ত্র থাকে। নেইমারের রিহ্যাবের দায়িত্বে আছেন ব্রাজিল এবং প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্টিনি। ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’-এর কেরিয়ারের শুরু থেকেই তিনি তার সঙ্গে কাজ করছেন।
এখন প্রশ্ন, তিনি কবে মাঠে ফিরতে পারবেন? এখনও তার মাঠে ফেরার ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ছয় সপ্তাহ পরে নেইমারের চোট পরীক্ষা করা হবে। নেইমারের অস্ত্রোপচারের সময় পিএসজির হয়ে চিকিৎসক জেরার সাইল্যান্ট  উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ‘নেইমার কবে মাঠে ফিরতে পারবে সে ব্যাপারে ছয় সপ্তাহের আগে কিছুই বলা যাবে না।’
নেইমারের রিহ্যাবের দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়েও ব্রাজিল আর পিএসজির মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল বলে শোনা যাচ্ছে। যদিও পিএসজি ক্লাবের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে, ‘অস্ত্রোপচারের পরেই নেইমারের রিহ্যাব শুরু হয়ে যাবে। তাঁর রিহ্যাবের ব্যাপারটা দেখবেন ক্লাবের ফিজিওথেরাপিস্ট।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ