• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

নারী দিবসে মঞ্চে ‘হেলেন কেলার’

আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

‘নারীজন্ম ধন্য হোক আপন ভাগ্য গড়ার অধিকারে’— স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদলের ‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদল প্রযোজনা নারীজাগরণের মনোড্রামা ‘হেলেন কেলার’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘বিশ্বের বিস্ময়’ মহিয়সী নারী হেলেন কেলার-এর জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ও নারীর একক অভিনয়ে সমৃদ্ধ ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম এবং প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।

 

‘হেলেন কেলার’ প্রদর্শনীর আগে তরুণ নাট্যজন সাধনা আহমেদকে স্বপ্নদলের ‘আন্তর্জাতিক নারী দিবস

 

সম্মাননা-২০১৮’ প্রদান করা হবে। পাশাপাশি আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে স্বপ্নদলের নিয়মিত নারী নাট্যকর্মীদের। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, নাট্যজন লাকী ইনাম, নাট্যজন মাসুম রেজা প্রমুখ। প্রসঙ্গত, বিশ্বের সকল নারীকে আন্তরিক সম্মান জানাতে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। দিবসটিতে এ পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয়েছে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, স্বপ্নদলের নিয়মিত নারী নাট্যকর্মীসহ স্বপ্নদলের সকল নিয়মিত নাট্যকর্মীর মাতাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ