• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

মুখ খুললেন অনুতপ্ত ওয়ার্নার

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

কেপটাউন টেস্টে বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারির পর প্রথমবার মুখ খুললেন মাস্টারমাইন্ডদের অন্যতম অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার। সদ্য পদচ্যুত সাবেক সহ-অধিনায়ক টুইটারে নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন।
বল টেম্পারিংকাণ্ডে এক বছর নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার। সেই সঙ্গে অধিনায়ক স্টিভেন স্মিথও। নয় মাস নিষিদ্ধ হন ক্যামেরন বেনক্রফট। শুধু তাই নয় আসন্ন আইপিএল খেলার পথও বন্ধ হয়েছে তাদের।
বৃহস্পতিবার সকালে টুইটারে ওয়ার্নার বলেন, ‘অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের বলছি, আমি যে ভুল করেছি তা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি আমার অংশের জন্য ক্ষমা চেয়ে এর দায়িত্ব নিচ্ছি।’
সমর্থকদের উদ্দেশ্য অজি ওপেনারের বার্তা, ‘আমি বুঝতে পারছি যে, এটা স্পোর্টস এবং তার অনুরাগীদের জন্য কি রকম মর্মপীড়া। এটা পুরো স্পোর্টসের উপর দাগ ফেলেছে। যেটাকে আমরা সবাই ভালবাসি। এমনকি ছোট বেলা থেকে আমি নিজেও।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ