রংপুর অফিস॥
রংপুর রেঞ্জের ডেপুটি পুলিশ কমিশনার গোলাম ফারুক বলেছেন, হোসি কোনিও ও খাদেম রহমত আলী হত্যা মামলার বিশেষ পিপি রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা নিখোজ হয়েছেন না অপহরকরা হয়েছে না তিনি সেচ্ছায় আতœগোপন করছেন আমরা সব বিষয় মাথায় নিয়ে কাজ করছি। আমরা সেন্দহভাজন দুই তিনজনকে চিহৃত করেছি। আমরা এর রহস্য উদ্ধারের চেষ্টা করছি। আমাদের পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য কাজ করছেন।
গতকাল রবিবার দুপুরে তিনি নগরীর তাজহাট বাবু পাড়ায় বাবু সোনার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদেও সাথে আলাপ কালে এসব কথা বলেন।ডিআইজি বলেন, তিনি শুক্রবার সকালে বাড়ি থেকে বেডিয়েছেন। রাতে বাড়ি ফিরে না আসায় আমরা বিষয়টি জানতে পারি। আমরা সেন্দহভাজন দুই তিনজনকে চিহৃত করছি। আপনাদের এখনে কিছু বলা যাবেনা। তাদের ব্যাপারে আরো তথ্য উপাত্ত জোগার করছি। এখনে কিছু বলা যাচ্ছেনা।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, জঙ্গীদের কাজের ধরন ভিন্ন তাদের কাজ হচ্ছে হিট করা। এঘটনায় জঙ্গী সংশ্লিষ্টতা আছে কিনা তাও আমরা খাতিয়ে দেখছি। অপর এক প্রশ্নের জবাবে রংপুর রেঞ্জের ডেপুটি পুলিশ কমিশনার গোলাম ফারুক বলেন, নগীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যেসকল সিসি টিভি রয়েছে সেগুলোর ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেগুলোও খাতিয়ে দেখা হচ্ছে।
ডেপুটি পুলিশ কমিশনার বলেন, উনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান তখন ওনার বাড়ির সামনে একটি মোটর সাইকেল ছিল । তিনি সেই মোটর সাইকেলটিতে চড়ে গেছেন কিনা সেটা কেউ দেখে নাই। আমরা সে বিষয়টিও মাথায় রেখেছি। সেটাও খাতিয়ে দেখছি। রংপুরের বিশেষ পিপি রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা নিখোজ হওয়ার ব্যাপারে কাউকে গ্রেফতার করা হয়েছেকিনা এবিষটি সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় আমরা এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এসময় তার সাথে ছিলেন রংপুর ডিআইজি অফিস ও জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা।