চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারী জেলার সদর উপজেলার আতাহার বুলনপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী এবং গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ি গ্রামের আবদুল কাদেরের মেয়ে মালা খাতুন (৩৫)।
গোবরাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসজাদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকালে স্ত্রী মালা খাতুনকে নিয়ে নুরুল ইসলাম মোটরসাইকেল যোগে আতাহার যাচ্ছিলেন। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে গুনির মোড় এলাকা পার হওয়ার সময় হঠাৎ একটি শিশু রাস্তার এপার থেকে ওপারে দৌড় দেয়। ফলে শিশুটিকে বাঁচাতে গিয়ে তারা উভয়েই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় মালা খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা স্বামী-স্ত্রী উভয়ে স্থানীয় একটি রাইস মিলে কাজ করেন। প্রতিদিনের মতো আজও তারা মোটরসাইকেল যোগে কর্মস্থলে আসছিলেন। এ ঘটনায় মালা খাতুন নিহত হলেও তার স্বামী নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।