• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেটঃ : সোমবার, ২ এপ্রিল, ২০১৮

সকল প্রাণী উদ্ভিদ হতে খাদ্য গ্রহণ করে

 

বিজ্ঞান

 

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

 

সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

প্রথম অধ্যায়

 

 

৫. তোমার টেবিলের উপরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন?

 

উত্তর : আমার টেবিলের উপরে রাখা গাছটি মরে যাওয়ায় আমার বন্ধুরা আমাকে গাছটি জানালার পাশে রাখার পরামর্শ দিল। এর কারণ হলো ঘরের টেবিলের উপর রাখা গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সূর্যের আলো পায় না। তাই গাছটি সূর্যের আলোর অভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তার জীবনযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারে না। এই খাদ্যের অভাবে গাছটি মারা যাচ্ছিল। এমতাবস্থায় গাছটিকে জানালার পাশে আনলে পর্যাপ্ত সূর্যের আলো পাবে। এই সূর্যের আলো ব্যবহার করে সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে। ফলে গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং গাছটি সতেজ থাকবে।

 

৬.মানুষ বেঁচে থাকার জন্য কীভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল তা পাঁচটি বাক্যে লেখ।

 

উত্তর :  অন্যান্য প্রাণীর মতো মানুষও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। নিচে এ নির্ভরশীলতা আলোচনা করা হলো—

 

১.মানুষ তার শ্বাসকার্য সম্পাদনের জন্য বায়ুতে বিদ্যমান অক্সিজেন ব্যবহার করে।

 

২.মানুষকে বেঁচে থাকার জন্য পানি পান করতে হয়।

 

৩.মানুষের বেঁচে থাকার জন্য পুষ্টি ও খাবার প্রয়োজন।

 

৪.মানুষ ফসল ফলায় ও বাসস্থান নির্মাণ করে যার জন্য মাটির প্রয়োজন।

 

৫.এছাড়া জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র, পোষাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন হয় যা সাধারণত জড়বস্তু।

 

৭.গ্যাসীয় পদার্থের আদান প্রদানে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল কেন?

 

উত্তর : প্রাণীর শ্বাসকার্যের আবশ্যকীয় উপাদান অক্সিজেন এবং উদ্ভিদের খাদ্য উত্পাদন প্রক্রিয়ায় ব্যবহূত কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। সকল জীবিত বস্তুর (উদ্ভিদ ও প্রাণী) শ্বাসকার্যে (শ্বসন প্রক্রিয়ায়) অক্সিজেন প্রয়োজন। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির পাশাপাশি পরিবেশে অক্সিজেন প্রদান করে। সকল জীব শ্বসন প্রক্রিয়ায় এই অক্সিজেন ব্যবহার করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সবুজ উদ্ভিদ উক্ত কার্বন ডাইঅক্সাইডকে খাদ্য তৈরিতে ব্যবহার করে। এভাবে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান-প্রদানের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল।

 

৮.উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা পাঁচটি বাক্যে বর্ণনা কর।

 

উত্তর :  উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা পাঁচটি বাক্যে নিচে বর্ণনা করা হলো—

 

১.সকল প্রাণী উদ্ভিদ হতে খাদ্য গ্রহণ করে।

 

২.উদ্ভিদ কার্বন-ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। অন্যদিকে প্রাণী উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে।

 

৩.বিভিন্ন প্রাণী যেমন— পাখি, মৌমাছি ইত্যাদি উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে।

 

৪.উদ্ভিদকে অনেক প্রাণী আবাসস্থল হিসেবেও ব্যবহার করে।

 

৫.প্রাণীর মলমূত্র, দেহাবশেষ ইত্যাদি মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে যা উদ্ভিদের বৃদ্ধিতে

 

সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ