চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
গত ২৪/০৩/২০১৮ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁদলাই (জোড়বাগান) এলাকার ব্রুনাই প্রবাসী মোঃ মজিবুর রহমান, পিতা-মৃত ফজলুর রহমান এর রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে আলমারীর দরজা খুলে আলমারীর ভিতরে থাকা সিন্দুক খুলে স্বর্ণলংকার ও নগদ টাকা চুরি হয়ে যায়। মোঃ মজিবুর রহমান তার বাসা হতে উক্ত স্বর্ণলংকার ও টাকা চুরি হওয়া সংক্রান্তে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প বরাবর একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প তাদের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই এক পর্যায়ে অদ্য ০২/০৪/২০১৮ ইং তারিখ রাত্রী আনুমানিক ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁদলাই (মোন্নাপাড়া) এলাকার মোঃ ডালিম হাসান, পিতা-মোঃ রেজাউল করিম এর অটো চার্জার গ্যারেজের সামনে রাস্তার উপর একজন ব্যক্তি গোপনে বেশ কিছু স্বর্ণলংকার বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান পরিচালনা করে উপরোক্ত আসামী মোঃ আরিফুল ইসলাম (আরিফ), পিতা-মোঃ দুলাল, সাং-আতাহির (চাঁনলাই), থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত চুরির ঘটনা স্বেচ্ছায় স্বীকার করে। তাৎক্ষণিকভাবে র্যাব ভিকটিম মোঃ মজিবুর রহমানকে ঘটনাস্থলে উপস্থিত করে আরও লোকজনের সম্মুখে ধৃত আসামীর নিকট হতে গত ১০ দিন আগে চুরি হওয়া (ক) হাতের বালা (রুলি)-০২ টি, (খ) কানের দুল-০১ জোড়া, (গ) লকেট-০১ টি যার মোট ওজন ০৫ ভরি (মূল্য অনুমান ঃ ০২ লক্ষ টাকা) সহ (ঘ) মোবাইল ফোন-০২ টি, (ঙ) নগদ-১,৮৮০/-টাকা উদ্ধার করা হয়। ভিকটিম মোঃ মজিবুর রহমান উদ্ধারকৃত স্বর্ণলংকার তার নিজের বলে সনাক্ত করেন। আসামী মোঃ আরিফুল ইসলাম একজন প্রসিদ্ধ চোর। সে অসংখ্যবার বিভিন্ন বাসা ও স্থানে চুরি করেছে এবং একাধিকবার জেল খেটেছে। ইতোপূর্বে সে র্যাবের হাতে ককটেলসহ গ্রেফতার হয় এবং উক্ত মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। চুরির আগের দিন সে জেল হতে জামিনে আসে এবং জামিনে এসেই উক্ত বাসায় রাতের বেলায় চুরি করে। চুরির পাশাপাশি সে বিভিন্ন প্রকার মাদকের নেশায়ও আসক্ত। এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা রয়েছে।