• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

নারী ও শিশু সহায়তা ডেক্সের কার্যক্রম ও সফলতা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আপডেটঃ : সোমবার, ২ এপ্রিল, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম  নারী ও শিশু সহায়তা কেন্দ্রের কার্যক্রম ও বিগত দিনের সফলতা তুলে ধরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ।সোমবার দুপুর ১২ টায় এ মতবিনিময় সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ প্রশাসন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুব আলম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইকবল হোছাইন, সদর মডেল থানার ওসি মোঃ মুনজুর রহমান,এসআই ইসমাতারা গণমাধ্যম ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আজিজুর রহমান,মোঃ জাকির হোসেন পিংকু,মোঃআকতারুজ্জামান,বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ নাদিম হোসেন,এ্যাডভোকেট শাহাজামাল, মোঃ ইমরান হোসেন,মোঃ রবিউল ইসলাম প্রমুখ। পুলিশ সুপার নারী ও শিশু সহায়তা ডেক্সের সফলতা তুলে ধরে লিখিত বক্তবে বলেন ২০১৪ সাল হতে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যবিবরণী তুলে ধরে বলেন ২০১৪ সালে ৭৯ টি, ২০১৫ সালে ১০২ টি, ২০১৬ সালে ৪৪ টি, ২০১৭ সালে ৩৩ টি, ২০১৮ সালে ৪ টি মামলা হয়েছে। এছাড়াও  ১ জুলাই হতে ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত অভিযোগের সংখ্যা ৯৬ টি মামলার সংখ্যা ১১ টি স্বামী গৃহে ফেরত ২৬ জন শান্তিপূর্ণভাবে আপোষ মিমাংসা ৫০জনের এবং প্রক্রিয়াধীন ৯ টি যা বিগত সময়ের তুলনায় অনেক ভাল। এস আই ইসমাতারা সম্প্রতি নারী ও শিশু  সহায়তায় অবদান রাখায়  বাংলাদেশ মহিলা পুলিশ পুরস্কার ২০১৮ অর্জন করায় সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ প্রশাসন কে অভিনন্দন জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ