• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

নিখোঁজ রথীশ চন্দ্র ভৌমিককে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে ক্ষত্রিয় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেটঃ : সোমবার, ২ এপ্রিল, ২০১৮

রংপুর অফিস॥
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা সভাপতি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় ট্রাস্টি নিখোঁজ এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনাকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষত্রিয় সমিতির নেতৃত্বে। গতকাল সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বাংলাদেশ যুবলীগ রংপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক, ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারার নেতৃত্বে মানববন্ধনে ক্ষত্রিয় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে সেখানে ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় সভাপতি আনন্দ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জাসদ নেতা গৌতম রায়, কাউন্সিলর তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা সম্পাদক অজয় প্রসাদ বাবন, ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা এ্যাডভোকেট ধীরেন্দ্র নাথ বর্মন, এ্যাডভোকেট জিতেন্দ্র নাথ রায়, এ্যাডভোকেট প্রশান্ত কুমার রায়, সদস্য অমল কুমার, চন্দন রায়, মধুসূদন রায়, সমরেশ দাস সাগর, মহিলা নেত্রী শারদাঞ্জলি প্রমুখ। সমাবেশে শেষে নগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ