• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

এলজিএসপি প্রকল্পের টাকায় চেয়ারম্যানের বিদেশ ভ্রমন !

আপডেটঃ : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মসলেম উদ্দীন এলজিএসপি-২ প্রকল্পের টাকায় চিকিৎসার উদ্দেশ্যে ভারত গমন করেছেন বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, চলতি অর্ধবছরে কামারগাঁ ইউপির বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ, স্টিল আলমারি ও সিলিং ফ্যান সরবরাহের জন্য এলজিএসপি প্রকল্প থেকে প্রায় ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়। কিšত্ত ইউপি চেয়ারম্যান  বিগত বছরের এলজিএসপি-১ প্রকল্প দেখিয়ে চলতি বছরের এলজিএসপি-২ প্রকল্পের টাকা  তুলে নিয়ে সেই টাকায় ভারত গেছেন বলে প্রচার রয়েছে।
জানা গেছে, চলতি বছরে কামারগাঁ ইউপির এলজিএসপি-২ প্রকল্প বাস্তবায়নের জন্য ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সুমতি রানিকে প্রকল্প নভাপতি করা হয়। এদিকে অভিনব কৌশলে রেজুলেশন ও চেক বইয়ে প্রকল্প সভাপতির স্বাক্ষর নিয়ে ইউপি চেয়ারম্যান প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে নিয়েছেন বলেও এলাকায় প্রচার রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য (মেম্বার) বলেন, ইউপি চেয়ারম্যান সংরক্ষিত নারী সদস্যদের বিভিন্ন প্রকল্পের সভাপতি করে দীর্ঘদিন ধরে এসব প্রকল্পে নয়ছয় করে আসছে। তিনি বলেন, সরেজমিন প্রকল্প তদন্ত করলে এসবের সত্যতা পাওয়া যাবে। এছাড়াও কামারগাঁ ইউপির ২ নম্বর ওয়ার্ডের মাড়িয়া শীতেনের বাড়ী হতে শুকেনের বাড়ী পর্যন্ত ড্রেন নির্মাণে বরাদ্দ করা হয় প্রায় ৩ লাখ টাকা। এখানেও প্রকল্প সভাপতি করা হয় সংরক্ষিত মহিলা সদস্য সুমতি রানীকে। সুমতি রানীর ছেলে সুমন সরকার অভিযোগ করে বলেন, মাত্র কয়েক ফিট ড্রেন নির্মাণ করে পুরো টাকা হাতিয়ে নিয়েছে চেয়ারম্যান ও সচিব।
এসব বিষয়ে জানতে প্রকল্প সভাপতি ও নারী সদস্য সুমতি রানীর মোবাইলে যোগাযোগ করা হলে তার ছেলে সুমন সরকার ফোন রিসিভ করে বলেন, তার মাকে নামেমাত্র প্রকল্প সভাপতি করা হয়েছে, কোন প্রতিষ্ঠানে কোন কিছুই সরবরাহ করেননি আমার মা এসব বিষয়ে বুঝে কম। তিনি বলেন, তার মায়ের এমন সরলতার সুযোগ নিয়ে  প্রকল্পের পুরো টাকা তছরুপ করা হয়েছে, আমি এসব ব্যাপারে একাধিক বার বলেও চেয়ারম্যান সচিব কোন গুরুত্ব দেন নি । এব্যাপারে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য তোফায়েল হোসেন বলেন চেয়ারম্যান ভারতে যাবার আগেই এসব প্রকল্প লুটপাট করেছে নামেই তাকে সভাপতি করেছেন আমার জানা নাই প্রকল্প সম্পর্কে । তিনি বলেন, তাঁর কাছেও এমন অভিযোগ এসেছে মৌখিক ভাবে। এনিয়ে কামারগা ইউপির সচিব শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে এসব প্রকল্প নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। এব্যাপারে কামারগাঁ ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দীন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ভারতে চিকিৎসা নিতে এসেছেন, আর এই সুযোগে তার প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এসব অপপ্রচার করছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শওকাত আলীর মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনিও রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ