টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে এইচএসসি’র প্রশ্নপত্র ফাঁস ও নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র নিশ্চিতকরণে র্যাবের অভিযান চলছে। মঙ্গলবার(৩ এপ্রিল) টাঙ্গাইল জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়। কেন্দ্র পরিদর্শন শেষে নকলমুক্ত ও ভূয়া প্রশ্নপত্র জালিয়াতির খপ্পরে শিক্ষার্থীরা যাতে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সতেচনতামূলক বক্তব্য দেন র্যাব কমান্ডার।