টাঙ্গাইল প্রতিনিধি॥
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে পুলিশের বাধাঁ উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার(৩ এপ্রিল) সকালে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কিছুদূর এগিয়ে গেলে পথিমধ্যে পুলিশ বাধাঁ দেয়। পরে পুলিশি বাঁধা উপেক্ষা করে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতারা।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, খন্দকার আনিছুর রহমান আনিছ, জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির ও বিএনপি নেতা আলি আজগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।