• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

ভাসানী বিশ্ববিদ্যালয়ে চাকুরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারী সমিতির স্মারকলিপি প্রদান

আপডেটঃ : বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকুরি স্থায়ীকরণ ও পদোন্নতির দাবিতে বুধবার(৪ এপ্রিল) সকালে ১২০জন স্বাক্ষরিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি।
স্মারকলিপিতে বলা হয়, যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি দেয়া হচ্ছে না। ২০১১ সালের ৫ ডিসেম্বর পদোন্নতির প্রথম বোর্ড এবং ২০১৩ সালের ২২ জানুয়ারি ২য় বোর্ড বসে। এরপর ৬ বছর অতিক্রান্ত হলেও আর বোর্ড বসানো হচ্ছে না। একই সময়ে যোগদানকারী যে সকল কর্মচারী পদোন্নতি পেয়েছিল তারা এখন উচ্চমান সহকারী হিসেবে কর্মরত অথচ বাকীদের অবস্থান অপরিবর্তনীয়। এছাড়া বর্তমানে ৮৩ জন কর্মচারী অস্থায়ী ভিত্তিতে ৬-৭ বছর যাবত কর্মরত। বিভিন্ন সময়ে নিয়োগ হলেও তাদের চাকুরি স্থায়ীকরণে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।
আরও বলা হয়, সাত কর্মদিবসের মধ্যে দাবি পুরণ করা না হলে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করবে।
এ বিষয়ে মাভাবিপ্রবি ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মো. নাজিমুদ্দিন মিঞা বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সমস্যা সমাধানের জন্য স্মারকলিপি প্রদান করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ