টাঙ্গাইল প্রতিনিধি॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর, বাংলাদেশ সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এমএনএ ইনচার্জ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নানের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার(৪ এপ্রিল) সকালে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে জননেতা আব্দুল মান্নানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জননেতা আব্দুল মান্নানসহ তার পরিবারের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হলের প্রভোস্ট এবং সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ শাহীন উদ্দিন, প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ইকবাল মাহমুদ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল হাউজ টিউটর আবু জাফর শিবলী, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ হলের ছাত্র, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।