চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদরের আজাইপুর আরামবাগ দাখিল মাদ্রাসায় পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় ইসলামি ব্যাংকের আয়োজনে আজাইপুর আরামবাগ মাদ্রাসায় ইসলামি ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপারিনটেন্ডেন্ট মাওলানা মো. মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, আইবিবিএল এর প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল মতিন, ফিল্ড অফিসার মো. শওকত আলী, সিনিয়র ফিল্ড অফিসার মো. লিয়াকত আলী, ইউনিট অফিসার মো.আব্দুর রহমানসহ অন্যরা। পরে মেধাবীদের শিক্ষা উপহার বিতরণ করেন অতিথিবৃন্দরা।