• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

প্রবাসী লেখক-সাংবাদিক ইসহাক কাজলকে সম্মাননা প্রদান

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি॥
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলা একাডেমী কর্তৃক প্রবাসী লেখক পুরস্কারপ্রাপ্ত লেখক-সাংবাদিক ইসহাক কাজল-কে সাপ্তাহিক কমলগঞ্জ কাগজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। গত রাত ৮টায় কমলগঞ্জ পৌরসভা হলরুমে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ভারপ্রাপ্ত ও প্রকাশক পৌর মেয়র মো.জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল। সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রধান সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মঈনুদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদের সম্পাদক মো: সানোয়ার হোসেন, নাট্যকার হিফজুর রহমান বক্স, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সহ সভাপতি সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক (চ: দা:) আব্দুল মোক্তাদির, ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন, যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, জনতা প্রতিনিধি বিশ্বজিৎ রায়, সিলেটের ডাক প্রতি প্রমুখ। এ সময় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ