• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক-১

আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কের খ্রিষ্টান মিশন সংলগ্ন এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় মদ ব্লু অফিসার্স চয়েজসহ বাবুল দাশ (৩০) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আয়াছ মাহমুদ মদসহ এই ব্যক্তিকে আটক করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ভারতীয় ১৫ বোতল মদসহ এক ব্যক্তি আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটক বাবুল দাশ দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছে। সে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিনয়নের তিলকপুর চা বাগানের জহুর লাল দাশের ছেলে।  এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক বাবুল দাশকে গ্রেফতার দেখিয়ে বুধবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ