রাজশাহী (তানোর) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে চলতি শিক্ষাবর্ষে বিল্লী স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ভূল প্রশ্ন পত্রে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। এতে প্রায় দু’শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর ফলাফল বিপর্যয়ের আশঙ্কায় অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে উঠেছে। তানোরের বিল্লী স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে জীব বিজ্ঞান পরীক্ষায় ভূল প্রশ্ন পত্রে পরীক্ষা গ্রহণ করায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ফলাফল বিপর্যয়ের এই আশঙ্কার মূত্রপাত হয়েছে বলে গুঞ্জন বইছে। আর ভূল সেট প্রশ্ন পত্রে পরীক্ষা গ্রহণের খবর ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে ব্যাপক তোলাপাড় সৃষ্টি হয়েছে ও কেন্দ্র সচিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অভিভাবক মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলেও প্রচার রয়েছে। অপরদিকে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল প্রামানিক বলেন, এবিষয়ে তারা অবগত হয়েছেন তবে পরীক্ষার্থীরা যেনো ক্ষতির মূখে না পড়ে সেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, আগামী দু’একদিনের মধ্যে কেন্দ্র সচিব জামিলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আপনারা সেটা জানতে পারবেন। অথচ অভিযুক্ত কেন্দ্র সচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে ইঁদুর-বেড়াল খেলা শুরু করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি ১লা ফেব্ররুয়ারী বৃহ¯প্রতিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয় এবং ২৬ ফেব্ররুয়ারী সোমবার জীব বিজ্ঞান পরীক্ষায় ‘ক’ সেট প্রশ্ন পত্রে লিখিত পরীক্ষা হয়েছে, তবে বিল্লী স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ভূল করে ‘খ’ সেট প্রশ্ন পত্রে লিখিত পরীক্ষা নেয়া হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। জীব বিজ্ঞানে মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত ৫০ নম্বর, সৃজনশীল ২৫ ও প্যট্ট্রিক্যাল ২৫ নম্বর রয়েছে। বিল্লি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১০টি স্কুলের মোট ৩৭৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এর মধ্যে প্রায় ১৮৫ জন জীব বিজ্ঞানের পরীক্ষার্থী রয়েছে। জীব বিজ্ঞানে ভূল প্রশ্ন পত্রে পরীক্ষা গ্রহণের বিষয়টি এতোদিন ধামাচাঁপা দিয়ে রাখতে পারলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে। বিল্লী স্কুল এ্যান্ড কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, বিল্লী কেন্দ্রে অনুষ্ঠিত জীব বিজ্ঞান পরীক্ষার খাতা পর্যালোচনা করা হলেই এই অনিয়ম ধরা পড়বে। এদিকে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযুক্ত কেন্দ্র সচিব বিল্লী স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ জামিলুর রহমানের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এব্যাপারে জানতে চাইলে বিল্লী স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জামিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এটা গুজব মাত্র। এব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, তিনি লোকমূখে এমন কথা শোনেছেন কোনো লিখিত অভিযোগ পাননি, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শওকাত আলী বলেন, তিনি কোনো লিখিত অভিযোগ পাননি তবে পরীক্ষায় ফল বিপর্যয় হলে দায়িদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।