ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে পৌর এলাকায় চোরাই মটরসাইকেল সহ ৫ জনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে র্সোপদ করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার(০৫ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় পৌরসভার কায়েত পাড়া বকুল তলা মহল্লার লাল মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল-টাংগাইল জেলার মির্জাপুর থানার আইজযানা গ্রামের নেপাল সরকারের ছেলে অমিত সরকার(২০),একই গ্রামের তার বড় ভাই সুব্রত সরকার(২৫),গাজীপুর জেলার কালিয়াকুর থানার সাজনধরা গ্রামের হুকুম আলীর ছেলে আমিনুর রহমার(১৮),কালিয়াকুর থানার বলিয়াদী গ্রামের আকবর আলীর ছেলে মোঃ সোহেল রানা(২০), কালিয়াকুর থানার আমদাইল গ্রামের সুধীব সরকারের ছেলে গবিন্দ্র সরকার(২২)।
এব্যাপারে পৌর কাউন্সিলর আরিফ হোসেন জানান,আমার নির্বাচনী ১নং ওয়ার্ডে বকুলতলা মহল্লায় লাল মিয়ার বাড়িতে বহিরাগত ৫ জন লোক মটরসাইকেল নিয়ে এদিক সেদিক গোরা গোরি করলে। এই সময় লোকজন তাদেরকে সন্দেহ করে। পরে এক সময় ঐ লোক গুলি বাসার ভিতরে যাওয়া আসা করতেছে। তখন এলাকার লোকজনের মধ্যে সন্দেহ হয় । পরে মহল্লার লোকজন তাদেরকে চতুর দিক ঘেরাও করে আটক করে আমার কাছে নিয়ে আসে। আমি তাদেরকে জিজ্ঞাস বাদ করলে তারা তালবাহানা শুরু করে এবং বিভিন্ন ধরনের কথা বলে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মটরসাইকেল সহ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ জুলফিকার রহমান বলেন, কাউন্সিলর মোঃ আরিফ হোসেন ফোন করে বলে তার মহল্লায় ৩টি মটরসাইকেল সহ ৫ জনকে আটক করা হয়েছে । আমরা ঘটনা স্থলে গিয়ে তাদের জিজ্ঞাসা করলে তারা শিকার করে বলেন, আমরা মটরসাইকেল বিক্রির করার জন্য এখানে এসেছি এবং মোটরসাইকেল বিক্রি হলে চলে যাব। যেহেতু তারা মটরসাইকেল চুরি চক্রের সাথে জড়িত। তাই এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ।