পিরোজপুর প্রতিনিধি॥
দৈনিক সংবাদ সংযোগের পিরোজপুর প্রতিনিধি আল-আমিন পলাশের মটরসাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায় গত ০২/০৪/২০১৮ তারিখ সোমবার দুপুর আনুমানিক ০১.২০ টার সময় তিনি বাগেরহাট সদর উপজেলার শালতলা মোড়ে পপুলার ফটোষ্ট্যাটের ভিতরে কম্পিউটারে কাজ করছিলেন।এ সময় তার ফ্রিডম রানার কোম্পানীর মটর সাইকেল যার রং কালো রেজিষ্ট্রেশন নং বাগেরহাট হ-১২-০৫০৫, ইঞ্জিন নং জই১১১ঢঅঐ১৩০৯০০৭৪৬ , চেসিস নং ইজইঠঅঐ১৩০৯০৯৫৫০ , পপুলার ফটোষ্ট্যাটের ও সিঙ্গার শো-রুমের মাঝামাঝি রাস্তার পাশে রাখা ছিল। কাজ শেষ করে তিনি আনুমানিক দুপুর ০২.৩০ টার সময় উক্ত দোকান থেকে বেড় হতে গিয়ে মোটর সাইকেলটির চাবি খুঁজতে থাকেন। দোকানের মধ্যে চাবি খুঁজে নাপেয়ে গাড়ীতে চাবি রেখেছে কিনা দেখতে দ্রুত বের হয়ে দেখেন তার মোটর সাইকেলটি নেই। গাড়ীটির সাথে একটি শপিং থলের মধ্যে তার ইসলামী ব্যাংক বাগেরহাট শাখার একটি চেকবই যার সঞ্চয়ী হিসাব নং- ২২২২২ ও কিছু কাগজপত্র ছিল। শহরের প্রায় সর্বত্র খোঁজাখুজি করে না পেয়ে তিনি বাগেরহাট মডেল থানায় পৃথক দুটি সাধারন ডাইরী করেন। বাগেরহাট মডেল থানা সাধারন ডাইরী নং ১০৩ ,তারিখ ০২/০৪/২০১৮ ইং ও ১৩২, তারিখ ০৩/০৪/২০১৮ ইং। দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তারা ইতিমধ্যেই গুরুত্বের সাথে তদন্ত কাজ পরিচালনা করছেন।