• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আপডেটঃ : শনিবার, ৭ এপ্রিল, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
“সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য, সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আজ শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনাসভায় মিলিত হয়। সভাকক্ষে সিভিল সার্জন সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. নাদিম সরকার, কনসালট্যান্ট সার্জারি শহিদুল ইসলাম খাঁন, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের দোড়গোড়ায স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবা অবকাঠামো উন্নয়নের পাশপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে।
পরে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ