চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ভোলাহাটে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ লক্ষ্যে সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বিশাল র্যালী বের হয়ে মডিকেল মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহমিদুল ইসলাম তমাল, সিনিয়র স্টাফ নার্স সামিম আরা কাজল ও ভোলাহাট প্রেসক্লবের সাধারণ সম্পাদক গোলাম কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাইরুল ইসলাম, বাহাউদ্দিন, ককিল, সবুরসহ অন্যরা। আলোচনা সভায় সভার সভাপতি স্বাস্থ্য সেবা সবার দোর গড়ায় পৌঁছে দেয়ার জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।