সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজার আস্থানা গড়ে তুলে মাদকের ব্যবসা করে আসছিলো কামাল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে পুলিশ ডোয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কামাল হোসেনকে গ্রেফতার করে। পরে এসআই মতিউর রহমান বাদী হয়ে মাদক আইনে মামলা করে গতকাল রবিবার তাদের জেল হাজতে প্রেরন করেন। গ্রেফতারকৃত কামাল হোসেন বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার তাজুল ইসলামের ছেলে বলে জানায় পুলিশ।