• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

কবরস্থানের জমি নিয়ে প্রতারণার অভিযোগ

আপডেটঃ : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা মহাদান ইউনিয়নের করগ্রামে সামাজিক কবরস্থানের জমি নিয়ে আব্দুর রশিদ নামে এক সোনালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠেছে। পৌনে ৬ শতক জমি সামাজিক কবরস্থানের জন্য ওয়াকফ্ করে দেওয়ার প্রতিশ্রতি দিয়েও পরে নিজেই ওই জমি পারিবারিকভাবে ব্যবহারের অপচেষ্টা করছেন।
সরেজমিনে পরিদর্শনে গেলে এলাকাবাসী জানায়, করগ্রামের আলহাজ ময়েন উদ্দিন দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও ঈদগাহ্ সংলগ্ন স্থানে সামাজিক কবরস্থান নির্ধারণের জন্য তিন বছর আগে সমাজের লোকজনের উপস্থিতি মসজিদে বসে সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদ তার পৌনে ৬ শতক জমি ওয়াকফ্ করার প্রতিশ্রতি দেন। সম্প্রতি তিনি তা অমান্য করে পারিবারিকভাবে ব্যবহারের জন্য ওই জমির চারপাশে বাউন্ডারি বেড়া নির্মাণ করছেন। এ নিয়ে এলাকায় কয়েকদিন ধরে চরম অসন্তোষ বিরাজ করছে।
আলহাজ ময়েন উদ্দিন দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার সভাপতি প্রাক্তন সরকারি কর্মকর্তা হাফিজ উদ্দিন অভিযোগ করেন, পারিবারিক ব্যবহারের উদ্দেশ্যে মাদ্রাসার সামনে ও ঈদগাহের মাঝখানে ওই জমিটির বাউন্ডারি বেড়া দেওয়ায় মাদরাসার সৌন্দর্য্যহানি হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নষ্ট ও বার্ষিক ইসলামি জলসার স্থান দখল হয়ে যাচ্ছে। জমিটি কবরস্থানের জন্য ছেড়ে দিলে উপযুক্তভাবে তা করা হবে।
ওই গ্রামের আলহাজ আইউব আলী মাস্টারের ছেলে আলমগীর হোসেন জানান, সামাজিক কবরস্থান নির্মাণের উদ্দেশ্যে তার বাবা মাত্র ২০-২৫ হাজার টাকা শতক মূল্যের জমি নিয়ে বিনিময়ে প্রায় লাখ টাকা শতক মূল্যের জমি ছেড়ে দেন। কিন্তু আব্দুর রশিদ সমাজের লোকদের কাছে প্রতিশ্রতি দিয়েও পেশীশক্তির বলে তা অমান্য করছেন।
এ ব্যাপারে আব্দুর রশিদের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, সামাজিক কবরস্থানের জন্য জমিটি আগে ওয়াকফ্ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আর কেউ না দেওয়ায় আমি দিতে পারবো না। এ জমিটি পারিবারিক কবরস্থান করার সিদ্ধান্ত নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ