• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

রাজশাহী-১ আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশীর ফেস্টুন গায়েব তোলপাড়

আপডেটঃ : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী এক হেভিওয়েট প্রার্থীর ফেস্টুন রাঁতের আঁধারে গায়েব হয়েছে। তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুন্ডুমালা পৌর মেয়র ও গণমানুষের নেতা গোলাম রাব্বানী নির্বাচনী এলাকার জনসাধারণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা  জানিয়ে ও নৌকার পক্ষে ভোট চেয়ে এসব ব্যানার-ফেস্টুন-পোস্টার সেঁটেছিলেন। কিšত্ত গত শুক্রবার রাতে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ও শনিবার তানোরের কলমা ইউপির বিভিন্ন এলাকা থেকে এসব ফেস্টুন গায়েব হয়েছে। আর ফেস্টুন গায়েবের খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়। আবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাব্বানীর ফেস্টুনে জাতির পিতা বঙ্গবন্ধুর দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারুণ্যর অহংকার তরুণ নেতৃত্ব সজিব ওয়াজেদ জয়ের ছবি সংবলিত ফেস্টুনে রাব্বানীর ছবি দেয়া হয়েছিল। ফেস্টুনে স্লোগান দেয়া ছিল নতুন বছর নতুন দিন, উন্নয়নের আরও আসবে আলো, শেখ হাসিনার নির্দেশনায় আমরা সবাই থাকব ভালো।
তানোর উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জৈষ্ঠ নেতা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন ইসলামি জালসা, সনাতন ধর্মালম্বিদের হরিবাসর ও খেলা-ধুলায় রাব্বানীকে প্রধান অতিথি না করার জন্য অদৃশ্য নির্দেশনা দেয়া হয় এবং তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ না করার জন্যও নির্দেশনা আসে। কিšত্ত কোনো কিছুতেই রাব্বানীকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা ও গণ-জোয়ার ঠেকানো যাচ্ছে না প্রতিনিয়ত বাড়ছে। আর এতে রাব্বানীবিরোধী শিবিরে চরম হাতাশার সৃষ্টি হয়েছে সেই হতাশা থেকেই তারা এমন কাজ করতে পারে বলে গুঞ্জন বইছে। অপরদিকে তৃণমূলের অভিমত, নানান কৌশল ও পরিকল্পনা করেও রাব্বানীর গণ-জোয়ার ঠেকাতে ব্যর্থ হয়ে তার বিরোধী শিবির এসব ফেস্টুন গায়েব করে মূলত হার জনপ্রিয়তার কাছে হার মেনেছে। ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, মানুষের সঙ্গে তাচ্ছিলতা ও মেজাজী আচরণ করে যে জনপ্রিয়তা অর্জন করা যায় না গোলাম রাব্বানী তার জ্বলন্ত প্রমাণ। বরেন্দ্র অঞ্চলের শত বছরের রাজনৈতিক ঐতিহ্য পরিবারের সন্তান ও এক টানা তিন প্রজন্মের জনপ্রতিনিধি গোলাম রাব্বানী আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছে, ফেস্টুন গায়েব করে বা ভয়ভীতি দেখিয়ে রাব্বানীর জনপ্রিয়তা হ্রাস করা যাবে না। এব্যাপারে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী বলেন, কারো প্রতি তার কোনো হিংসা-বিদ্বেষ নাই। তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস্য, আমি জনগণের ওপর ভরসা করে রাজনীতি করি, কেউ যদি তার জনপ্রিয়তায় হতাশ হয়ে এসব করে সেটাও জনগণ বিবেচনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ