• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

ক্যান্সার সচেতনতা মুলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ

আপডেটঃ : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজার জেলা প্রতিনিধি॥
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিসহস্র দাখিল মাদ্রাসায় হিমু পরিবহণ রাজনগর টিমের আয়োজনে ক্যান্সারের ভয়াবহতা শীর্ষক সচেতনতা মুলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ক্যান্সার মরন ব্যাধী রোগ ও এর স্থায়ী কোন চিকিৎসা না থাকায় প্রাকৃতিক ভাবে প্রতিরোধ করতে করনীয় শীর্ষক আলোচনা সভা শনিবার দুপুর ২ ঘটিকায় বালিসহস্র দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসা সুপার মো: ফয়জুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক মো: আলী হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিমু পরিবহণ মৌলভীবাজার জোন লিডার আবুল হায়দার তরিক, হিমু পরিবহণ মৌলভীবাজার জোনের সদস্য সাকের হাসান, হিমু পরিবহণ রাজনগর টিম লিডার তামান্না আক্তার, সদস্য সৈয়দ সাফি, মাদ্রাসা শিক্ষক আব্দুল কাইয়ুম, আইয়ুব আলী, মনজু আহমদ, ছমির মিয়া, সুমন আহমদ, সেলিনা বেগম, ফাতেমা আক্তার, ছালমা আক্তার প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন ক্যান্সার একটি মরন ব্যাধী রোগ এবং এর স্থায়ী কোন চিকিৎসা নেই। তাই রোগ হওয়ার পর রোগের বোজা মাথায় না নিয়ে পূর্ব হতে সচেতন থাকা প্রয়োজন। যাতে ক্যান্সার না হয় সেই ভাবে জীবন যাপন করা উচিৎ। এর জন্য প্রয়োজন নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। বক্তারা হিমু পরিবহণের লিফলেট থেকে ক্যান্সার লক্ষণ সমূহ নিয়ে আলোচনা করেন। “লক্ষণ গুলো হলো- ১. খুশখুশে কাশি বা ভাঙ্গা কন্ঠস্বর, ২. সহজে সারে না এমন ক্ষত, ৩. স্তনে বা শরীরের অন্য কোন স্থানে চাকা বা পিন্ডের সৃষ্টি, ৪. ঢোক গিলতে সমস্যা বা বদ হজম, ৫. অস্বাভাবিক রক্তক্ষরণ, ৬. মলমুত্র ত্যাগের অভ্যাস পরিবর্তন ও তিল বা আঁচিলে সুস্পষ্ট পরিবর্তন”। এধরণের কোন সমস্যা দেখা দিলে চিকিৎসকে পরামর্শ নেয়া প্রয়োজন।
ঈ্রাকৃতিক ভাবে ক্যান্সার প্রতিরোধে কিছু উল্লেখ্য যোগ্য খাদ্য। যেমন- সবুজ চা, কাচা মরিচ, অলিভ ওয়েল, হলুদ, আদা, সবুজ শাক-সবজি, রঙ্গিন ফলমূল, ছোট মাছ, সামুদ্রিক মাছ, মাশরুম, সয়াবিন জাতীয় খাদ্য ইত্যাদি। এছাড়াও হাঁটা বা যোগ ব্যায়াম করা ক্যান্সার প্রতিরোধ কার্যকর ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ