বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে স্কুল পরিচালনা পরিষদের সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলে আত্মসাৎ ও বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ দেয়ার নাম করে প্রার্থীর কাছ থেকে অর্থ গ্রহনের অভিযোগ প্রমানিত হওয়ায় শহরের জাহানবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান আলোচিত সেই শিক্ষক শুকলা রানী মন্ডলকে শনিবারে বরখাস্ত করা হয়েছে। জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ. বাকী তালুকদার জানান, প্রধান শিক্ষক শুকলা রানী মন্ডল চেকের পাতায় তার স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অবৈধ ভাবে টাকা উত্তোলন করেছে। এবং জালীয়াতীর মাধ্যমে শিক্ষদের বিলের টাকা উত্তোলনসহ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ দেয়ার নাম করে আগ্রহী প্রার্থীর কাছ থেকে অবৈধ ভাবে অর্থ গ্রহন করে তা আত্মসাৎ করেছে। পরবর্তীতে বিষয়টি জনাজানি হলে প্রধান শিক্ষকে এসব অর্থ ফেরত দেবার সুযোগ দেওয়া হয়।ওই শিক্ষক এসব অর্থ ফেরত না দেয়ার কারণে আদালতে মামলা করলে ও আদালত অভিযোগের সত্যতা পেয়ে শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়নার জারির করে। আদালতের এ বিষয়টি বিভিন্ন পত্র-ত্রিকায় প্রকাশ হওয়ায় বিদ্যালয়ের ভাবমুর্তি দারুন ভাবে ক্ষুন্ন হয়। স্কুল পরিচালনা পরিষদ সভা করে প্রধান শিক্ষককে তার বিরুদ্ধে অভিযোগের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।ওই নোটিশের আলোকে প্রধান শিক্ষকের দেওয়া জবাব স্কুল পরিচালনা পরিষদের কাছে সঠিক ও সন্তোষ জনক না হওয়ায় শনিবার তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়।