• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

মতবিনিময় সভায় লীগ নেতা জামিল হোসাইন দলে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে

আপডেটঃ : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

বাগেরহাট  প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা ও মালেশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ জামিল হোসাইন বলেছেন, ‘সারা দেশে উন্নয়নের জোয়ার দেখে দিন দিন আওয়ামী লীগে নেতার সংখ্যা বেড়েই চলছে। অনেক যুদ্ধাপরাধী পরিরারের লোকজন ও দলে ঢুকে পড়েছে। একারনে দলের অনেক ত্যাগী নেতা-কর্মীরা আজ সম্মান পাচ্ছেন না। কিন্তু আমাদের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। অপ-শক্তির মোকাবেলায় ত্যাগী নেতারাই সব সময় এগিয়ে আসে। শনিবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে  নৌকার বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  যাকে মনোনয়ন দিবে সকল ভেদাভেদ ভুলে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বলইবুনিয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি খ.ম লুৎফর রহমান, পুটিখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কৃষক লীগ নেতা আতিয়ার রহমান টুকু, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুব নেতা মো. বাদশা মীর, সোহেল বক্স, যুবলীগ সভাপতি জিএম শহিদুল ইসলাম খোকন, সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ সভাপতি খান মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান। পরে মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জামিল হোসাইন সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদে আর্থিক সহায়তা প্রদান করেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ