ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় মেসার্স হক ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে শান্তিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ওই ফিলিং স্টেশনটি ভালুকা উপজেলা ছাত্রলীগে সাধারন সম্পাদক শাহরিয়র হক সজীবের সঞ্চালনায় উদ্ভোধন করেন পার্শ্ববর্তী গফরগাঁও আসনের সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেল।
উদ্বোধন উনুষ্ঠানে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহাবায়ক মো. রফিকুল ইসলাম পিন্টু, গফরগাঁও এর পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম, ধীতপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি নির্মল চন্দ্র দেব, সাধারন সম্পাদক লুৎফর রহমান খান শারফুল, গাজী আব্দুর রহমান খাঁন, গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানিল, ভালুকা পৌর ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাগ, ধীতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান খাঁন মোমেন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে মেসার্স হক ফিলিং স্টেশনের মালিক শরিফুল ইসলাম দুপুরে গণভোজের আয়োজন করেন।