• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

১ লাখ ৭৯ হাজার ৭৭৭টি সমবায় সমিতি কাজ করছে: এলজিআরডি মন্ত্রী

আপডেটঃ : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সারাদেশে ১ লাখ ৭৯ হাজার ৭৭৭টি সমবায় সমিতি রয়েছে। দেশে সমবায় আন্দোলনকে জোরদার করতে এই সমিতিগুলো কাজ করছে।
আজ রবিবার সংসদে সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হুসাইনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।
সরকারি দলের অপর সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমবায় সমিতিগুলো তাদের নিজস্ব মূলধন সৃষ্টির মাধ্যমে হস্ত শিল্প (যেমন- হ্যান্ডব্যাগ, পুঁতির ব্যাগ, বিভিন্ন ধরনের শো-পিচ, ব্লক বাটিক, ক্রিস্টাল ইত্যাদি) তৈরি ও বাজারজাতকরণ, গরু মোটাতাজাকরণ, শাক-সবজি চাষ, মৎস্য চাষ, সমবায় মার্কেট পরিচালনা, সদস্যদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণসহ অন্যান্য কার্যক্রম করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ