রংপুর অফিস॥
রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কারমাইকেল কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রংপুর- ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর একটা পরন্ত সড়ক অবরোধ করে রাখে মডার্ন মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা । এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলের সাতটি জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের প্রবেশপথে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় কোনও বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। এর আগে রবিবার বিকাল ৪টা থেকে ৮টা এবং রাত দেড়টায় দুই দফা মহসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন সূত্রর জানা যায়, গত রাত ১০টায় বেরোবির সকল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রবেশপথগুলোতে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় কোনও শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবনের সামনে দিয়ে লালবাগ প্রদক্ষিন করে রংপুরসহ সাতটি জেলার প্রবেশপথ মডার্ন মোড়ে ঢাকা- রংপুর সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীরা দলে দলে মিছিলে যোগ দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে দুপুর একটার দিকে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়ক ওয়াদুদ সাদমান বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে আজ ক্লাস বর্জন করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলা হয়েছে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়। উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।