কমলগঞ্জ প্রতিনিধি॥
সরকারি চাকুরীতে কোটা পদ্ধতি সংস্কারসহ ৫ দফা দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার (৯ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় শিক্ষার্থীরা শহিদ মিনারের সামনে জড়ো হয়ে মশাল মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহিদ মিনারে শেষ হয়। মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘স্বাধীনতার বাংলায় বৈষম্যর ঠাই নাই, আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই, সহ নানা স্লোগান দেন মিছিলে অংশগ্রহণ কারীরা । এ সময় প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রীরা মিছিলে অংশ গ্রহণ করে।