• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ স্মিথ-ওয়ার্নার

আপডেটঃ : বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

বল টেম্পারিং ঘটনাকে পেছনে ফেলে সবকিছুই নতুনভাবে শুরু করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারই ধারাবাহিকতায় আজ ২০১৮-১৯ মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ব্যপক রদবদল করা হয়েছে। যেখানে সবচেয়ে বেশী সুযোগ পেয়েছেন ফাস্ট বোলাররা। তবে স্বাভাবিক ভাবেই জায়গা হয়নি বল টেম্পারিং ইস্যুা দুই মূল খলনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের।
গত এক বছরে পারফরমেন্সের ভিত্তিতে আসন্ন মৌসুমের জন্য ২০জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে আনা হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পাঁচজন খেলোয়াড়। পেসার জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাইয়ের সাথে প্রথমবারের মত কেন্দ্রীয় চুক্তিভূক্ত হয়েছেন অল-রাউন্ডার মার্কোস স্টোয়িনিস ও উইকেটরক্ষক অ্যালেক্স কারে।  টেস্ট দলের নতুন অধিনায়ক টিম পাইন ও ব্যাটসম্যান শন মার্শ পুনরায় চুক্তিতে যুক্ত হয়েছেন। অন্যদিকে বাদ পড়েছেন স্পিনার অ্যাডাম জাম্পা, পেসার জ্যাকসন বার্ড ও জেমন প্যাটিনসন, অল-রাউন্ডার হিলটন কার্টরাইট ও উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। গত ছয় মাসে টেস্ট দলে তাকা চাড সায়ার্সের সাথে চুক্তি করা হয়নি।
আসন্ন মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভূক্ত খেলোয়াড়রা কমপক্ষে ২ লাখ ২২ হাজার ০০০ মার্কিন ডলার করে পাবেন। আগামী বিশ্বকাপ যেহেতু এই চুক্তির সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে সে কারণেই নির্বাচকরা সীমিত ওভারের খেলোয়াড়দের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। এ প্রসঙ্গে নির্বাচক ট্রেভর হনস বলেছেন, ‘এই সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমিত ওভারের ক্রিকেট অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বিশ্বকাপ। এ কারণেই সাদা বলের খেলোয়াড়দের উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনেই আমরা মাঠে নামবো।’
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টে বল টেম্পারিং করা ক্যামেরুন ব্যানক্রফটের স্থলাভিষিক্ত টেস্ট ওপেনার ম্যাট রেনশ চুক্তিতে নিজের জায়গা ধরে রেখেছেন। কিন্তু জোহানেসবার্গে উড়ে যাওয়া আরেক ব্যাটসম্যান জো বার্নস ব্যর্থ হয়েছেন। হনস জানান, পুরো প্রকিয়াটি বেশ জটিল। কিন্তু আমরা এই ২০ জনকে নিয়ে সন্তুষ্ট। আমরা মনে করি তিন ধরনের ফর্মেটে এটা অস্ট্রেলিয়ার জন্য একটি ভারসাম্যপূর্ণ তালিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে বল টেম্পারিং ঘটনা পুরো ক্রিকেট বিশ্বকে হতবাক করে দেয়। সে কারণেই অস্ট্রেলিয়ান ক্রিকেট পুরো বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়। ইতোমধ্যেই এই ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে বেনক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তারা প্রত্যেকেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে শাস্তি মেনে নিয়েছেন।
চুক্তিভূক্ত খেলোয়াড় তালিকা : এ্যাস্টন আগার, অ্যালেক্স কারে, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, ন্যাথান লিঁও, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল মার্শ, টিম পাইন, ম্যাট রেনশ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্টানলেক, মিচেল স্টার্ক, মার্কোস স্টোয়িনিস ও অ্যান্ড্রু টাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ