• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

বিশ্ব একাদশে খেলবেন সাকিব-তামিম

আপডেটঃ : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

বিশ্ব একাদশে শহীদ আফ্রিদি-শোয়েব মালিকদের সঙ্গে একই দলে খেলবেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র প্রীতি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। বিশ্বব্যাপী চমক জাগানিয়া আফগান স্পিনার রাশিদ খানও রয়েছেন একাদশে।
ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ক্যারিবীয় দ্বীপের দুই স্টেডিয়াম মেরামতের জন্য অর্থ সংগ্রহ করতেই হচ্ছে এই প্রীতি ম্যাচ। যেই ম্যাচে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ওয়েন মরগান। এর আগে পাকিস্তানেও বিশ্ব একাদশের হয়ে খেলেছেন তামিম।
আবারও সেরকম ম্যাচে খেলার বিষয়ে আইসিসির এক বিবৃতিতে তামিম বলেন, ‘ক্রিকেট খেলা মানুষকে এক সূত্রে বাঁধে এবং একে অন্যকে সহায়তা করে। এই ম্যাচ সেই সত্যতারই প্রমাণ দিচ্ছে। আমি আবার বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করতে পারবো বলে উচ্ছ্বসিত।’
লর্ডসে পুনরায় খেলতে পেরে গর্বিত তামিম বলেছেন,  ‘লর্ডসে খেলা মানে অনেক ক্রিকেটারের জন্যে গর্বের। ২০১০ সালে এখানে একবার খেলার অভিজ্ঞতা হয়েছিল আমার। তাই পুরনো স্মৃতি পুনরুজ্জীবিত করতে আমি উন্মুখ।’
বিশ্ব একাদশের বিপক্ষে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবে কার্লোস ব্র্যাথওয়েট। খেলবেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস ও আন্দ্রে রাসেলের মতো তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ