বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি হলো না লিটন দাসের। বিসিএলের শেষ রাউন্ডের তৃতীয় দিনে বৃহস্পতিবার রাজশাহীতে মধ্যাঞ্চলের বিপক্ষে ২৭৪ রানে আউট হয়েছেন পূর্বাঞ্চলের লিটন।
তাই মার্শাল আইয়ুব, মোসাদ্দেক হোসেন, নাসির হেসেনের মতো আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হলো জাতীয় দলের এই ওপেনারকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাই বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান রকিবুল হাসান থাকলেন। ২০০৭ সালের মার্চে জাতীয় লিগে বরিশালের হয়ে অপরাজিত ৩১৩ রান করেছিলেন রকিবুল।
গত বছর ডিসেম্বরে জাতীয় লিগে মাত্র ৫ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন নাসির। এছাড়া ২০১২-১৩ মৌসুমে বিসিএলে মার্শাল আইয়ুব ২৮৯ ও ২০১৫-১৫ মৌসুমে জাতীয় লিগে মোসাদ্দেক করেছিলেন ২৮২ রান। তাই প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের ২৭৪ রানের ইনিংসটি থাকল সেরা পাঁচের মধ্যেই।
লিটন ১২৫ বলে ১৩৯ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিলেন। লাঞ্চের আগের ওভারে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকে বাউন্ডারি মেরে ১৯০ বলেই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন। অবশ্য সানির বলেই শেষ পর্যন্ত এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। ৩৫ চার ও ২ ছক্কায় ২৯৩ বলে ২৭৪। লিটন ছাড়াও দুর্দান্ত খেলেছেন আফিফ হাসান ধ্রুব করেছেন ১৪২ রান। এ দুজন চতুর্থ উইকেটে গড়েন ২৯৮ রানের জুটি।
ফলে বিসিএলের শেষ রাউন্ডে রাজশাহীতে চলমান এই ম্যাচটি নিশ্চিতভাবেই ড্র’য়ের দিকে গড়াচ্ছে। কারণ মধ্যাঞ্চলের ৫৪৬ রানের জবাবে চার দিনের ম্যাচের তৃতীয় দিনশেষে প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের সংগ্রহ ছয় উইকেটে ৫৯২ রান। বড় কোনো অঘটন না ঘটলে ম্যাচের বাকি খেলা শেষ দিনে সমাপ্ত হওয়া প্রায় অসম্ভব।