• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

আর্জেন্টিনার ৩৫ সদস্যের দলে দিবালা-ইকার্দি

আপডেটঃ : মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাওলো দিবালা ও মুনরো ইকার্দিকে দলে রেখেই রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দল থেকেই আগামী সপ্তাহে ২৩ সদস্যের দল ঘোষণা করবেন হোর্হে সাম্পাওলি।
দিবালা ও ইকার্দি বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও তাদের দলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কারণ লিওনেল মেসি ও পাওলো দিবালা একই পজিশনে খেলার কারণে দিবালার সুযোগ না হওয়ার আশঙ্কায় বেশি। অন্যদিকে ইকার্দির বিরুদ্ধে কোচের অভিযোগ সে এই অল্প সময়ে আর্জেন্টিনার খেলার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেনা।
আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে আর্জেন্টিনার। ‘ডি’ গ্রুপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ