• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

ফকিরহাটের বেতাগা এসডিজি অর্জনে বিষয়ে মতবিনিময় সভা

আপডেটঃ : শনিবার, ১৯ মে, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
ফকিরহাট উপজেলার বেতাগা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বেতাগা ইউনিয়ন পরিষদের অর্জন, কর্মতৎপরতা ও পরিকল্পনা সংক্রান্ত এক মতবিনিময় সভা গত কাল ১৯ মে বেলা ১১টায় বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্ব-শাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বাস্তবায়ন সংক্রান্ত যুগ্ন-সচিব মোঃ মোকাম্মেল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির ভাগ্যের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে, এসডিজি বাস্তবায়ন করতে হলে সকলকে সাথে নিয়ে একযোগে কাজ করার জন্য আহৃবান জানান। তিনি আরও বলেন, বেতাগা ইউনিয়ন একটি মডেল ও ব্যতিক্রমধর্মী ইউনিয়ন। এই ইউনিয়নের সকল অর্জন ও কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন সারা দেশে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও সুজনের পরিচালক ড. বদিউল আলম মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, আমাদেরকে বাল্য বিবাহ ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে হবে। বিশেষ অতিথি ছিলেন ব্যুরো বাংলাদেশ এনজিও এর পরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ঢাকা ইউ এন উইমেন পলাশ কান্তি দাশ ও জাতি সংঘের ঢাকা অফিসের সমন্বয়কারী রুমানা খান। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার ও বেতাগা ইউনিয়ন মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ। এসময় সিআইজি ফোরামের সদস্য, ১৪টি স্ট্যাডিং কমিটির সভাপতি, জনপ্রতিনিধি, নারী-নেত্রী, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাব্রতীদের কার্যাক্রম ও ভূমিকার উপাস্থাপন বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন। শেষে ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত ৪টি বিদ্যালয়ের একাডেমিক ভবন, অর্গানিক বেতাগা সহ বিভিন্ন বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ