• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

অপহরণ না গুম, আতংকে পরিবারসহ এলাকাবাসী

আপডেটঃ : রবিবার, ২০ মে, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
“মা আমাকে ৫ টাকা দাও, ট্রাকে কাজে যাব” এই কথা বলে মায়ের নিকট হতে টাকা নিয়ে ৮৫ দিন হতে নিখোঁজ বাবু। হতবিহবল বাবুর মা মনোয়ারা। মুখ দিয়ে কথা বের হবার আগেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মায়ের। ৮ বছরের ছোট ভায়ের চোখে অজানা আতংকের ছাপ।
সদর উপজেলার ৫ নং মহারাজপুর ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামের মৃত মুনজুর মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম বাবু (১৪)। পিতৃহারা সংসারের দায়িত্ব তার ঘাড়ে। শিশু বয়সেই সে বাস, ট্রাকে কামলা/হেলপারের কাজ করে। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ট্রাক ড্রাইভার তুফানীর ডাকে সে মায়ের নিকট হতে ৫ টাকা নিয়ে রওয়ানা দেয়। তারপর থেকে সে নিখোঁজ। মোবাইলে কয়েকদিন কথা হলেও দীর্ঘ ২ মাস থেকে তার মোবাইল বন্ধ। আতঙ্কিত মা এদিক ওদিক ছুটাছুটি করে বড়ই ক্লান্ত। মায়ের দুই চোখে আতঙ্ক, আমার বাবু বেঁচে আছে তো? ছুটে যান সদরঘাট মডেল থানায়। নিখোঁজ বাবুর চাচা সাইদুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক রনি সাহা বলেন, জিডি পাবার পর দেশের সকল থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে। নিখোঁজ বাবুর মোবাইল ট্রেস করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে। সন্দেহভাজন ড্রাইভার তুফানীকে পাওয়া যাচ্ছেনা। তাকে পাওয়া গেলে অনেক তথ্য পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রনি সাহা।
সন্দেহভাজন ড্রাইভার তুফানীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ