• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

বদরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে সংসার পেতে বসবাস

আপডেটঃ : রবিবার, ২০ মে, ২০১৮

রংপুর অফিস॥

রংপুরের বদরগঞ্জে একটি কমিউনিটি ক্লিনিক দখল করে পরিবার পরিজন নিয়ে বসবাস করার অভিযোগ পাওয়া গেছে। ওই ক্লিনিকের দুটি কক্ষ নিজেদের দখলে নিয়ে গত প্রায় তিন বছর ধরে স্ত্রী সন্তানদের নিয়ে সেখানে বসবাস শুরু করছেন সাইদ হোসেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মধুপুর ইউনিয়নের সন্তোষপুর খামারবাড়ী এলাকায়।
স্থানীয় সুত্রে জানা যায়, ২০০১ সালের দিকে সন্তোষপুর গ্রামের সাইদ হোসেন ৫ শতাংশ জমি দান করলে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়। কিন্তু প্রায় তিন বছর ধরে জমি দাতা সাইদ হোসেন গোটা কমিউিনিটি ক্লিনিকটি দখলে নিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করেছেন। কারণ জানা যায়, নিজের বাড়ি ভেঙে ওই কমিউিনিটি ক্লিনিকের কোল ঘেষে সাইদ হোসেনের একটি বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এ কারণে বাড়ির আসবাবপত্র গবাদী পশুসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে তারা ওই কমিউনিটি ক্লিনিকে উঠেছেন। এমনকি ক্লিনিকের চাবিসহ অন্যান্য জিনিসপত্র তাদের নিয়ন্ত্রণেই থাকে। তাদের দাবী অল্প কিছুদিনের মধ্যে নতুন ভবনের কাজ সম্পন্ন হলেই তারা ক্লিনিকটি ছেড়ে দেবেন।
সরেজমিনে দেখা গেছে, কমিউনিটি সেন্টারের চত্ত্বরে একটি বাছুরসহ চারটি গরু পাশাপাশি বেঁধে রাখা হয়েছে। স্তুপ করে রাখা হয়েছে ঘরের নানা জিনিসপত্র। ক্লিনিকের বারান্দা ও আঙিনায় আলাদা টিনের চালা উঠানো হয়েছে। কক্ষ ও আঙিনায় শুকানো হচ্ছে কাপড়। এমনকি কক্ষের ভেতরেও সংসার পেতে বসবাস করছে সাইদের স্ত্রী ঝুমুর বেগম। রোগির প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটি কক্ষে ঝুমুরের শিশু কন্যাকে লেখা পড়া করতে দেখা গেছে। বাইরে থেকে এসে হঠাৎ কেউ দেখলে বুঝতে পারবে না এটা কমিউনিটি ক্লিনিক না বাড়ি। অথচ বদরগঞ্জ থেকে মধুপুর ইউনিয়নের ভেতর দিয়ে তারাগঞ্জ উপজেলা যাওয়ার সড়কের ধারেই সন্তোষপুর কমিউিনিট ক্লিনিকটির অবস্থান। সরকারের অঙ্গীকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা দেওয়ার কাজ করছে কমিউনিটি ক্লিনিকগুলো। অথচ দখল করে এতে রীতিমত বসবাস করলে এ নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই।
স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেলে, ওই কমিউনিটি সেন্টারের দায়িত্বে রয়েছেন কমিউনিটি হেলথ প্রোভাইডার নিত্যানন্দ রায় নামে এক ব্যক্তি। তিনি নাকি মাঝে মধ্যে এসে সামান্য ওষুধ দিয়ে চলে যান। এ ছাড়াও লাভলু মিয়া নামে একজন স্বাস্থ্য সহকারী ও উম্মেকুলসুম নামে একজন পরিবার কল্যাণ সহকারী রয়েছেন। তারা তিনদিন পর পর সেখানে দায়িত্ব পালন করেন। স্থানীয়রা কমিউনিটি ক্লিনিকটি দখলে থাকার কথা স্বীকার করলেও তাদের ক্ষোভ সেখানকার কর্মরত চিকিৎসককে নিয়ে। কারণ স্বাস্থ্যসেবা দেওয়ার মত গুরুতর স্থানে একটি পরিবার বসবাস করছে। অথচ এ নিয়ে কারো কোন অভিযোগ নেই। প্রভাবশালীর দখলে থাকা কমিউনিটি ক্লিনিক দখলে আছে এটা জানার পরও কোন ব্যবস্থা নেননি উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোকছেদুল হক। এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করে বলেন, কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘদিন ধরে দখলে রয়েছে এটা সত্যি। জমি দাতা হওয়ার কারণে প্রভাব খাটিয়ে তারা একটি কক্ষ ব্যবহার করে।
সেখানকার মুদি দোকানদার একরামুল হক অভিযোগ করে বলেন, ‘ বাহে কায় (কে) কয় মিছা কথা। ক্লিনিকের ডাক্তার আইসে না। ওমার (ওদের) স্বাস্থ্য সহকারী একজন মাঝে মধ্যে আইসে। কিন্তু ওষুধ দিবার চায় না। যে কোন রোগের কথা কইলে খালি দুইটা করি বড়ি দিয়া যায়। এলাকাবাসী হাদিছুর রহমান বলেন, ‘মুই (আমি) মরি গেইলেও আর ওটে যাবার নাও। কারণ কোলের ছইলের (সন্তান) জ¦র সর্দি কাশি বা অন্য কোন অসুখ হইলে বড়ি ছাড়া আর কোন ওষুধ দেয় না।  সন্তোষপুর বাজারের ব্যবসায়ী মোকলেছার রহমান বলেন, ৯ টা থাকি বিকাল ৩টা পর্যন্ত ক্লিনিকোত থাকার নিয়ম থাকলেও ১০টার সময় যদি ডাক্তার আইসে তা ১২ টা নাই বাজতে চলি যায়।
সাইদ হোসেনের দেখা পাওয়া না গেলেও তার স্ত্রী ঝুমুর বেগম বলেন, ‘ক্লিনিকের জমি আমরাই দান করেছি। আমাদের নতুন ভবনের কাজ হচ্ছে। এ কারণে ক্লিনিকের একটা রুম ব্যবহার করছি। যখন ডাক্তার আসে তখন তা ছেড়ে দেই। আশপাশে আর কোন জায়গা না থাকায় ক্লিনিকের ফাঁকা জায়গায় গরু বেধে রাখি। এতে কারো কোন সম্যসা হচ্ছে না বলে তিনি দাবী করেন।’
এ ব্যাপারে জানতে চাইলে সেখানকার কর্তব্যরত কমিউনিটি হেলথ প্রোভাইডার নিত্যানন্দ রায় বলেন, ‘দখলে থাকার বিষয়টি আমি কর্তৃপক্ষকে অবগত করেছি। পাশেই জমিদাতা একটি ভবন নির্মাণ করছেন, আশপাশে জায়গা নেই। তাদেরও মানসম্মান আছে। এ জন্য একটু ছাড় দিতে হচ্ছে। তাদের সরে যেতে আর ৪-৫ মাস হয়তো সময় লাগবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আব্দুল হাই রুবেল বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। কারণ কেউই কমিউনিটি ক্লিনিক দখল করে বসবাস করতে পারেনা। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেন জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ