• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন

কতৃপক্ষের দায়ীত্ব হীনতায় বেহাত হচ্ছে সরকারী সম্পত্তি ব্যক্তি মালিকানায় নির্মান হচ্ছে পাকা দালান-কোঠা

আপডেটঃ : সোমবার, ২১ মে, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট কতৃপক্ষের উদাসীনতা আর দায়ীত্ব হীনতায় বেহাত হচ্ছে চিতলমারী পানি উন্নয়ন বোর্ডের সরকারী সম্পত্তি।দখলকরে ব্যক্তি মালিকানায় নির্মান করা হচ্ছে পাকা দালান কোঠা সহ অসংখ্য কাচা-পাকা স্থাপনা। এভাবে বেহাত হয়ে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি।আর এ সরকারী ফ্রি সম্পত্তি গিলে খেতে উঠে-পড়ে লেগেছে এলাকার কতিপয় চিহ্নত দখল বাজ চক্র। চিতলমারী সদর থেকে পাটরপাড়া-রায়গ্রাম ও ডুমুরিয়া বাজার হয়ে গোদাড়া গেট এলাকা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় এ অবৈধ দখলের চিত্র ছবির মতন। এলাকার প্রভাবশালী অনুপ বাড়ৈ শুধু মাত্র ডুমুরিয়া বাজার এলাকাতেই পাউবো“র জায়গার ‘পজেশন’ বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা । আর অনুপের এই পজেশন  বিক্রয়ের বিষয়টি নিয়ে জোরে শোরে কেউ কিছু বলতে ও পারছে না । তবে ওই এলাকাতে সকলের ভেতরে চাপা ক্ষোবের দানা বেধেছে যা দেখার কেউ নেই, শোনারও কেউ নেই। রবিবার বিকেলে চিতলমারী ডুমুরিয়া এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি পরিতাপ করে  স্থানীয় সাংবাদিকদের কাছে কথাগুলো বললেন।
এব্যাপারে খোজ নিতেই ডুমুরিয়া গ্রামের দেবাশিষ বাড়ৈ জানান, চিতলমারী সদর বাজার থেকে ডুমুরিয়া বাজার হয়ে গোদাড়া গেট এলাকা পর্যন্ত পানি উন্নয় বোর্ডের প্রায় ২৫ কিলোমিটার জায়গা জুড়ে ওয়াপদা বেড়িবাধ রয়েছে। এ বেড়িবাধের অধীনে কয়েক হাজার একর জমি এলাকার প্রভাবশালী মহল দখল করে নিচ্ছে। দখলকৃত এ জায়গায় অবৈধ ভাবে নির্মান করা হচ্ছে বিভিন্ন ধরণের স্থাপনা। জমির পজেশন বিক্রি করে ওই চক্রটি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই দখলকে কেন্দ্র করে ইতিপূর্বে এলাকায় কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ওয়াপদা বেড়িবাধের পজেশন ক্রয় করা অমিত কুমার বলেন, তিনি ওই এলাকার অনুপ বাড়ৈর কাছ থেকে ৫০ হাজার টাকা দিয়ে জায়গা পজেশন নিয়ে ঘর করে ব্যবসা করছেন। এছাড়া অনুপের কাছ থেকে অমূল্য মন্ডল ১ লক্ষ বিজয় মন্ডল দেড় লক্ষ টাকা দিয়ে পজেশন ক্রয় করে দোকান ঘর নির্মান করেছে। কিসের ভিত্তিতে এই সরকারী সম্পত্তি বিক্রি  করছে সে ব্যাপারে অনুপ বাড়ৈ এর কাছে স্থানীয় সাংবাদিক রা জানতে চাইলে,অনুপ জানান ওই জায়গা তিনি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়েছেন। পজেশন বিক্রি করা তার ব্যক্তিগত ব্যাপার। তবে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম মুঠোফোনে জানান,পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ দখল দারিত্বের ব্যাপারে তিনি জেনেছেন। দখলবাজ অনুপ বাড়ৈর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ