শরণখোলা প্রতিনিধি॥
বাগেরহাটের শরণখোলায় ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে ভুমিহীন পল্লীর ২৮ ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার একদিন পর রবিবার বিকেলে ক্ষতিগ্রস্তদের পক্ষে মো. ইব্রাহীম হাওলাদার বাদি হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ আরো ১৫-১৬ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন। তবে, এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ।এদিকে, উচ্ছেদ হওয়া পরিবারগুলো যাতে পুনরায় সেখানে ঘর তুলতে না পারে সেকারণেওই পল্লী দখলকারীরা বন্দুক নিয়ে মহড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। আশ্রয়হীন পরিবারগুলো এখন চরম দুর্ভোগে পড়েছেন। দখলকারীদের ভয়ে তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, ভূমিহীন পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। উল্লেখ্য, গত ১৯ মে সকালে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ বাধাল জানেরপাড় গ্রামে অবস্থিত ভূমিহীন পল্লীতে আগুন দিয়ে ২৮টি বসতঘর পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ওই গ্রামের ভুমিদস্যু খোকন খান, রোকন খান, ফারুক খান, খালেক মাষ্টার, নূরুল ইসলাম লিটনের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী ওই পল্লীতে হামলা চালায়। তারা ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে ২৮টি বসত ঘর জ্বালিয়ে দেয়।