চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
২০/০৫/২০১৮ ইং তারিখ র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বাবুপুর গ্রামস্থ বাবুপুর হতে বোগলাউড়ীগামী কাচা রাস্তার উত্তর পার্শ্বের আম বাগানে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান নিষিদ্ধ মাদক সর্বনাশা ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল স্কোয়ার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল আনুমানিক ১৭:০০ ঘটিকায় সুকৌশলে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল করিম (১৯), পিতা-মৃত মুনসুর রহমান, সাং-বাবুপুর চালকিপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে (ক) ১৩৫২ পিছ ইয়াবা ট্যাবলেট, (খ) ০১ টি মোবাইল, (গ) ০২ সিম কার্ড সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।