কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন ও কলেজের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার মান ও প্রতিষ্ঠানের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সোমবার দুপুরে অনুষ্ঠিত মত বিনিময় সভা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ.কে.এম সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, গত ৬ মে স্বচ্ছভাবে কলেজের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা নিয়ে প্রথমস্থান অধিকারকারীকে ৯ মে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে একটি কুচক্রী মহল কলেজের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে। নব নিযুক্ত অধ্যক্ষ নিয়োগের ফলে কলেজটির উন্নয়ন আরো দ্রুত বৃদ্ধি পাবে এবং এলাকাবাসী এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।কলেজের সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। এসময় আরোও বক্তব্য রাখেন কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ সোলায়মান সিকদার,কালিয়াকৈর উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, চাপাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল চন্দ্র সরকার, শিক্ষক হারুন অর রশিদ,মামুন হোসেন প্রমূখ।